জগন্নাথপুর২৪ ডেস্ক:: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একটি পা বিচ্ছিন্ন কিশোরী শুভ আক্তারকে কৃত্রিম পা লাগানোর জন্য ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে ১৩ জনের সহযোগিতায় ৪৫ হাজার টাকা পাওয়া গেছে। রোববার রাতে কিশোরীর মা ফরিদা বেগমের হাতে এ টাকা তুলে দিয়েছে মাদারীপুরের ‘নকশিকাঁথা’।
সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীর সভাপতিত্বে ‘মানুষ মানুষের জন্য’ শিরোনামে, নকশিকাঁথার উদ্যোগে টুম্পা ইলেক্ট্রো কর্নারে এ অনুদান দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ, মো. ইয়ার হোসেন, তুষার সরকার, মিঠুন অধিকারী, শরিফুল ইসলাম, সোহেল শাহরিয়ার, শ্যামল দেবনাথ, বিধান সাহা, মেহেদী হাসান, ফারজানা আক্তার মুন্নি, মিজানুর রহমান মিজান প্রমুখ।
উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলার হুগলীর আদিত্যপুর গ্রামের শাজাহান খোয়াজের মেয়ে শুভ আক্তার একই গ্রামের আলগী হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৬ এপ্রিল ভ্যানগাড়িতে করে নিজ বাড়িতে ফিরছিল শুভ। পথিমধ্যে হুগলী গ্রামের মোল্যাবাড়ির সামনে এলে জমি চাষের ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।