জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: একশ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁয়ার ৫ বছর পরেই ২০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক। গত মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ২০০ কোটি ব্যবহারকারী যুক্ত হওয়ার এ খবরটি নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
জাকারবার্গ তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘আজ সকালের হিসেব মতে ফেসবুক কমিউনিটিতে এখন আনুষ্ঠানিক ভাবে যুক্ত আছেন ২০০ কোটি মানুষ! আমরা সারাবিশ্বের মানুষদের একসাথে যুক্ত করতে চাই এবং সারাবিশ্বকে একসাথে আরও কাছাকাছি নিয়ে আসতে চাই। এটা আমার জন্য একটা সম্মান। দীর্ঘ এ যাত্রায় আমি আপনাদের সঙ্গে থাকতে পেরেছি।’