Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেওয়ায় জেরে সংঘর্ষ/ আহত ৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফেনীতে ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেওয়ায় দুপক্ষের সংঘর্ষে চার কিশোর আহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), মো. শাহীনের ছেলে রিজন (১৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে অমিত হাসানের ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেয় একই এলাকার কিশোর নিলয়। শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিত হাসানসহ ছয় থেকে সাত কিশোর নিলয়কে হা হা রিয়েক্ট দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে পকেট থেকে টিপ ছুরি বের করে অমিতসহ অন্যদের ওপর হামলা করে নিলয়। এতে অমিতসহ চার কিশোর আহত হয়।

গুরুতর আহত রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। বাকি দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল মামুন শাহী বলেন, ‘বিগত সরকার আমলে নিলয়ের সঙ্গে অমিতের ঝামেলা হয়েছিল। তার জন্যেই মূলত নিলয় কিছুদিন আগে অমিতের ফেসবুকে দেওয়া একটা পোস্টে হা হা রিয়েক্ট দেয়।’

এ বিষয়ে আহত রিজন বলেন, ‘আমরা কেউ তাকে (নিলয়কে) কিছু বলিনি। অমিত ভাই শুধু জিজ্ঞেস করেছে কেন হা হা রিয়েক্ট দিয়েছে। এতেই সে ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর আক্রমণ করে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুত্র খবরের কাগজ

Exit mobile version