জগন্নাথপুর২৪ ডেস্ক::ফেসবুক নিয়ে ঝড়ো বিতর্ক, উত্তেজনা চললেও তা চালানোর জন্য নিজেকেই শ্রেষ্ঠ মনে করেন প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বুধবার তিনি বলেছেন, বিশ্বের কাছে ফেসবুকের মতো অপ্রত্যাশিত যেসব বিষয় রয়েছে, যখন তা তৈরি করা হয়, তখন তার মধ্যে কিছুটা এলোমেলো হয়ে যেতেই পারে। জাকারবার্গ বলেন, আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিচ্ছি। এ জন্য আমাদের কাছে জবাবদিহিতা চাওয়া উচিত মানুষের। উল্লেখ্য, ফেসবুক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এর পরিচালনা পরিষদের চেয়ারম্যানও মার্ক জাকারবার্গ। তার এ পদের বিষয়ে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, না।
এমনটা জানা নেই। সম্প্রতি ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ মানুষের তথ্য ফাঁস হয়। সম্প্রতি তৃতীয়পক্ষ এতে প্রবেশ করে বিভিন্ন জনের ডাটা সংগ্রহ করে। ভুয়া খবর ছড়িয়ে দেয়া হয়। প্রচারণা চালানো হয়। তার ওপর প্রায় ৯ কোটি মানুষের তথ্যফাঁসের কথা প্রচারিত হওয়ার পর কোম্পানি পরিচালনা নিয়ে মার্ক জাকারবার্গের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই প্রেক্ষিতে তিনি বলেছেন, তিনি মনে করেন ফেসবুক পরিচালনার জন্য এখনও তিনিই শ্রেষ্ঠ।
Leave a Reply