জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া লাইক ব্যবসায়ীদের মুখের হাসি কেড়ে নেয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার তারা এ ঘোষণা দেয়। খবর এএফপির।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযাগ ওয়েবসাইটে ভাইরাসপূর্ণ সফটওয়্যার ব্যবহার করে লাইক বাড়ানো, ভুয়া অ্যাকাউন্ট তৈরি ও কম পয়সায় লাইক বাড়িয়ে নেয়ার মতো কাজগুলো শনাক্ত করার প্রযুক্তি চলে এসেছে ফেসবুকের হাতে।
ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী এইচ কেনেম চেভিয়ার ব্লগ পোস্টে লিখেছেন, ভুয়া লাইক ও স্প্যামার শনাক্ত করার পদ্ধতি উন্নয়ন করতে কাজ করে যাবে ফেসবুক। ভুয়া অ্যাকাউন্টধারীদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখন যে পদ্ধতি গ্রহণ করছি তাতে ভুয়া লাইক ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠবে। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ফেসবুকে ভুয়া লাইক আর চলবে না।