জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ই-গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) উপ-পরিচালক মোহাম্মদ আলি নেওয়াজ রাসেলকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি চাকরিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ১০ কর্ম দিবসের মধ্যে প্রথম শোকজের জবাব না দেওয়ায় এখন তিন কর্মদিবস সময় দিয়ে তাকে দ্বিতীয় শোকজ নোটিশ পাঠানো হচ্ছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা জানান, যে কোন কর্মকর্তা তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অসন্তোষের কথা বলতে পারেন। এটি না করে ফেসবুকে মন্তব্য করা সরকারকে হেয় করার শামিল। যা কর্মকর্তাদের কাছ থেকে কোনভাবেই কাম্য নয়। এটা স্পষ্টত সরকারি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ই আগস্ট ১০ কর্মদিবস সময় দিয়ে দায়ী কর্মকর্তার কাছে প্রথম শোকজ নোটিশ পাঠানো হয়। ওই শোকজের জবাব না দেয়ায় তিন কর্ম দিবস সময় দিয়ে দ্বিতীয় শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।