স্টাফ রিপোর্টার:ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে প্রায়ই অনৈতিক কাজ করার খবর পাওয়া যায়। তাই ফেক আইডি ব্যবহার বন্ধে শাস্তির ব্যবস্থা করছে ব্রিটেন।
মজা করে অনেক ছেলে মেয়ের নাম দিয়ে আইডি খুলে বসে থাকে। ছেলের নাম দিয়ে মেয়েরাও তাই করে। এতে বিব্রতকর ও অন্যায় কাজ হচ্ছে অহরহ। ফেক আইডি থেকে সমানে চলে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার কাজ। তাই ফেকআইডির বিষয়গুলো এখন আর মজা করার পর্যায়ে নেই। আইডিগুলোর একটা বিহিত না করতে পারলে একসময় আর সন্ত্রাসের রাশ টেনে ধরা সহজ হবে না। তাই বুঝেই ফেক আইডির জন্য সাইবার আইনে নতুন সংশোধনী এনেছে ব্রিটিশ সরকার। ফেক অ্যাকাউন্ট ব্যবহারকারী ধরা পড়লেই তার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে সরকার। হতে পারে আর্থিক জরিমানা। এমনকি জেলও।
ব্রিটিশ সরকার এমন এক পদ্ধতি চালু করতে যাচ্ছে, যেখানে সন্দেহজনক ফেসবুক আইডির প্রোফাইলের ওপর নজরদারি করবে প্রশাসন। অভিযোগের ভিত্তিতে এই নজরদারি রাখা হবে। তাতে করে বেশিদিন আগলে রাখা যাবে না ফেক আইডি।