Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফেসবুকে ‘গুড মনিং’ লিখতে গিয়ে পুলিশের হাতে যুবক!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ফেসবুকে সবাইকে সুপ্রভাত জানাতে গিয়েছিলেন হালাউইম হালাই। কিন্তু তার সকালই যে এত বাজে কাটবে তা নিজেও বোধ হয় ভাবেননি।
ইংরেজীতে গুড মর্নিং লিখে তা হিব্রু ভাষায় অনুবাদ করতে ফেসবুক সফটওয়ারের সাহায্য নেন হালাউইম। অনুবাদের পর গুড মর্নিং হয়ে যায় Attck them। মানে, ওদের উপর হামলা চালাও। কিছু না বুঝেই অনুবাদটি ফেসবুকে পোষ্ট করে দিন।

এদিকে সেই পোষ্ট দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় ছবির মধ্যে একটি বুলডোজার দেখে। ব্যস দুইয়ে দুইয়ে চার করতে সময় লাগেনি ইসরায়েলের পুলিশের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগে তাকে প্রথমে আটক করা হয়। পরে পুলিশ জানতে পারে আসল ভিলেন ফেসবুক।
তারপরেই তাকে ছেড়ে দেওয়া হয়। এখন প্রশ্ন উঠেছে এই ঘটনার পর আর কি হালাউইম ফেসবুক ব্যবহার করবেন? সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

Exit mobile version