স্টাফ রিপোর্টার:: ফেসবুকে কুরুচিপূর্ন স্ট্যাটাসের অভিযোগে জগন্নাথপুর থানায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটি সাধারণ ডায়েরি হিসেবে রজু করে তদন্ত শুরু করেছে। অভিযোগে বলা হয়, সাম্প্রতিককালে উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিবসহ জগন্নাথপুরের বিশিষ্টজনদের নামে জগন্নাথপুর খবর নামের একটি আইডি থেকে মিথ্যা কাল্পনিক কুরুচিপূণ বক্তব্য প্রচার করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সুনাম বিনষ্ট করার প্রচেষ্ঠায় লিপ্ত রয়েছে। তিনি অভিযোগে উল্লেখ করেন,গত ২৬ মে জগন্নাথপুরের জনপ্রিয় সাংবাদিক অমিত দেব কে নিয়ে একটি ফেসবুক আইডি থেকে মিথ্যাচার করার ঘটনায় সাংবাদিক আলী আহমদ ও তাকে জড়িয়ে কুরুচিপূন কমেন্ট করায় সাংবাদিক অমিত দেবের দায়ের করা মামলায় তিনি স্বাক্ষী হিসেবে রয়েছেন। এর পর দিন ২৭ মে জগন্নাথপুর খবর আইডি থেকে মুজিব ও তাঁর পরিবারের নামে কুরুচিপূন মিথ্যাচার করা হয়। যে কারণে তিনি আইনের আশ্রয় নেন। তিনি ঘটনাটি সুষ্ঠ তদন্তক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আইনানুগ পদক্ষেপ নিতে পুলিশের সহায়তা কামনা করেন। অভিযোগে ছাত্রলীগ সভাপতি মুজিব আরো উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে জগন্নাথপুর খবর নামের ভূয়া আইডি থেকে জগন্নাথপুরের বিশিষ্টজনের নামে মিথ্যাচার করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিশৃঙ্কলা সৃষ্টি করে আসছে একটি চক্র। তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, উপজেলা ছাত্রলীগ মুজিবুর রহমানের অভিযোগটি তাৎক্ষনিকভাবে সাধারণ ডায়েরি হিসেবে নেয়া হয়েছে। তদন্তক্রমে এটি নিয়মিত মামলা হতে পারে। তিনি বলেন, পুলিশ সাম্প্রতিককালের ফেসবুকের মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তৎপর রয়েছে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব ভূঁয়া আইডি সনাক্ত করার মাধ্যমে এদেরকে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।