জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ফেসবুকে এক কলেজছাত্রীর ছবি বিকৃত করে চাঁদা আদায় করতে গিয়ে ধরা পড়েছে এক যুবক। এ ঘটনায় পালিয়ে যাওয়া তার বন্ধুকে হন্য হয়ে খুঁজছে গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে শুভ দাশ নামের ওই যুবককে কৌশলে আটক করা হয়। এ ঘটনায় সাইবার আইনে মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। ধরা পড়া শুভ চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালের কর্মচারী বলে জানা গেছে।পুলিশ জানায়, নগরীর সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে শুভর বন্ধু রাজিব আইচ। এই নিয়ে তাদের দুজনের সঙ্গে প্রায় কথা হতো মেয়েটির। একপর্যায়ে রাজিব ও শুভ মেয়েটিকে ব্ল্যাকমেইল করার ফন্দি আঁটে। তারা একটি অ্যাকাউন্ট খুলে সেখানে ওই কলেজছাত্রীর বিকৃত ছবি আপলোড করে তাকে পাঠাতে থাকে।এতে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়লে মেয়েটির পরিবার গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানায়। এর আগে রাজিব ও শুভ ওই মেয়ের বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা যদি চাহিদামতো টাকা না দেয় তাহলে আরও বাজে ছবি আপলোড করে পরিবারের অন্য সদস্যদের কাছে পাঠিয়ে দেয়া হবে বলে তারা হুমকি দেয়।
বিষয়টি জানার পর গতকাল মঙ্গলবার দুপুরে শুভকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছবি সরিয়ে নিতে বললে সে রাজি হয়ে জানায়, এমন কাজ আর কখনোই করবে না। প্রয়োজনে ওই ছাত্রীর পা ধরে মাফ চাইবে। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত মানবজমিনকে বলেন, মেয়েটির বাসায় যাতায়াত ছিল শুভ ও রাজিবের। সেই সুবাধে তারা পরিবারটিকে জিম্মি করতে চেয়েছিল। এই ঘটনায় সাইবার আইনে মামলা করা হচ্ছে। তিনি আরও জানান, গত ৫ই জুলাই পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করে মেয়েটির পরিবার। পরে ৭ই জুলাই নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার বরাবরে একটি অভিযোগ দেন তার বাবা