জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফেসবুকে প্রতারনার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তিন নাইজেরিয়ান নাগরিকসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে র্যাব-২-এর সদস্যরা তাদের আটক করে।
তিনি বলেন, আটকদের মধ্যে তিনজন নাইজেরিয়ান নাগরিক। চক্রটি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছ বলেও দাবি করেন এই র্যাব কর্মকর্তা।