জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফের রক্তাক্ত যুক্তরাষ্ট্র। নিউ জার্সির পর এবার সন্ত্রাসীদের টার্গেট ডেনভার।
জানা যায়, যুক্তরাষ্ট্রের ডেনভারের শহরতলিতে একটি ওয়ালমার্ট বিপণীর মধ্যে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
কলোরাডোর থর্নটন এলাকা ডেনভারের থেকে ১৬ কিলোমিটার দূরে। সেখানকার পুলিশ এখনও হতাহতদের বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি। এ ব্যাপারে বিস্তারিত তথ্যও জানা যায়নি। কেউ জিম্মি হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এলাকাটিতে অনেক গোলাগুলি হয়েছে। তবে দেশটির পুলিশ জানিয়েছে, এ হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তাদের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা চলছে।
এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পরপরই পুরো ওয়ালমার্ট খালি করে দেওয়া হয়েছে।