রানীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি:: রানীগঞ্জ ফেরী সার্ভিস উদ্বোধন উপলক্ষে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানিয়ে শুক্রবার বিকেলে রানীগঞ্জ বাজারে এক স্বাগত মিছিল রানীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রর্দক্ষিন করে ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের পরিচালনায় পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মজলুল হক,আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, যুবলীগ নেতা রমজান আলী ছানা,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক মমরাজ হোসেন,দিদার হোসেন সুমনসহ ইউনিয়ণ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নের্তৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, রানীগঞ্জবাসীর জন্য শনিবার ঐতিহাসিক দিন। এই দিনে আমরা আমাদের বহুল প্রত্যাশিত রানীগঞ্জ ফেরী সার্ভিসের উদ্বোধন ও রানীগঞ্জ মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্তের প্রবেশ করতে যাচ্ছি। তাই সবাই মিলে আগামীকালকের উন্নয়নসভাকে সফল করতে হবে।