স্টাফ রিপোর্টার:: ‘প্রযুক্তির সমন্বয়ে সমাজের উন্নয়ন’ শ্লোগান নিয়ে সম্প্রতি গঠিত ফেইসবুক অ্যাক্টিভিস্ট ফোরাম মীরপুর ইউনিয়ন এর উদ্যোগে মঙ্গলবার মীরপুর পাবলিক হাইস্কুল মিলনায়তনে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মীরপুর পাবলিক হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হরমুজ আলী মাস্টার এর সভাপতিত্বে ফেইসবুক অ্যাক্টিভিস্ট ফোরামের আহ্বায়ক ফয়ছল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. হরমুজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন আনা, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-আমির হামজা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন-হাফিজ তাজ উদ্দিন বাবুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিশিষ্ট শিক্ষানুরাগী এম. এম সুহেল, মোজাক্কির হোসেন, জুবেদ আলী লখন, সালাউদ্দিন সাজু, শ্রীরামসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ মালেক প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন-ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ সালমান আহমদ, মীরপুর পাবলিক হাইস্কুলের শিক্ষার্থী সুমাইয়া শিমু।
বক্তাগন তাদের বক্তব্যে- তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের প্রতি তরুণ ও ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। প্রতিটি জিনিসেরই ভালোর পাশাপাশি মন্দদিকও আছে। মন্দদিক পরিহার করে ভালোদিকগুলো ব্যবহারের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।