Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফুটবলের অন্যতম আসর কোপা আমেরিকার সময়সূচী

স্পোর্টস ডেস্ক:দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকা মাঠে গড়াচ্ছে শুক্রবার থেকে। কোপা আমেরিকার শতবর্ষ আসরের ড্র হয় যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটানের হ্যামারস্টেইন বলরুমে গত ফেব্রুয়ারিতে।

গত এক বছর ধরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফাসহ বেশ কিছু আঞ্চলিক সংস্থায় দুর্নীতির অভিযোগে যে তোলপাড় হয়েছে তার মধ্যে কনকাকাফ অঞ্চল অন্যতম। এই অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইতোমধ্যেই দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত হয়েছেন। সে কারণেই কোপা আমেরিকা আয়োজন নিয়েও সংশয় দেখা দেয়।

দক্ষিণ আমেরিকার ১০টি দলসহ কনকাকাফ অঞ্চলের ছয়টি দল এবারের আসরে অংশগ্রহণ করছে। শত বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার বাইরে কোপা আমেরিকা হতে যাচ্ছে। আগামী ৩ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা প্রদেশের লেভাইস স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল হবে ২৬ জুন নিউ জার্সিতে।

কোপা আমেরিকার সূচি:

গ্রুপ-এ: যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টা রিকা, প্যারাগুয়ে

৩ জুন: যুক্তরাষ্ট্র বনাম কলম্বিয়া, সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া

৪ জুন: কোস্টা রিকা বনাম প্যারাগুয়ে, ওরলান্ডো, ফ্লোরিডা

৭ জুন: যুক্তরাষ্ট্র বনাম কোস্টা রিকা, শিকাগো, ইলিনয়েস

৭ জুন: কলম্বিয়া বনাম প্যারাগুয়ে, প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া

১১ জুন: কলম্বিয়া বনাম কোস্টা রিকা, হিউস্টন, টেক্সাস

১১ জুন: যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া

গ্রুপ-বি: ব্রাজিল, ইকুয়েডর, হাইতি, পেরু

৪ জুন: ব্রাজিল বনাম ইকুয়েডর, প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া

৪ জুন: হাইতি বনাম পেরু, সিটল, ওয়াশিংটন

৮ জুন: ইকুয়েডর বনাম পেরু, গ্লেনডেল, অ্যারিজোনা

৮ জুন: ব্রাজিল বনাম হাইতি, ওরলান্ডো, ফ্লোরিডা

১২ জুন: ইকুয়েডর বনাম হাইতি, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি

১২ জুন: ব্রাজিল বনাম পেরু, ফক্সবোরো, ম্যাসাচুসেটস

গ্রুপ-সি: মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা, ভেনিজুয়েলা

৫ জুন: জ্যামাইকা বনাম ভেনিজুয়েরা, শিকাগো, ইলিনয়েস

৫ জুন : মেক্সিকো বনাম উরুগুয়ে, গ্লেনডেল, অ্যারিজোনা

৯ জুন: মেক্সিকো বনাম জ্যামাইক, প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া

৯ জুন : উরুগুয়ে বনাম ভেনিজুয়েলা, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া

১৩ জুন: মেক্সিকো বনাম ভেনিজুয়েলা, হিউস্টন, টেক্সাস

১৩ জুন: উরুগুয়ে বনাম জ্যামাইকা, সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া

গ্রুপ-ডি: আর্জেন্টিনা, চিলি, পানামা, বলিভিয়া

৬ জুন: আর্জেন্টিনা বনাম চিলি, সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া

৬ জুন: পানামা বনাম বলিভিয়া, ওরলান্ডো, ফ্লোরিডা

১০ জুন: আর্জেন্টিনা বনাম পানামা, শিকাগো, ইলিনয়েস

১০ জুন: চিলি বনাম বলিভিয়া, ফক্সবোরো, ম্যাসাচুসেটস

১৪ জুন: চিলি বনাম পানামা, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া

১৪ জুন: আর্জেন্টিনা বনাম বলিভিয়া, সিটল, ওয়াশিংটন

কোয়ার্টার ফাইনাল:

১৬ জুন: প্রথম কোয়ার্টার ফাইনাল, ১এ বনাম ২বি, সিটল, ওয়াশিংটন

১৭ জুন: দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, ১বি বনাম ২এ, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি

১৮ জুন: তৃতীয় কোয়ার্টার ফাইনাল, ১ডি বনাম ২সি, ফক্সবোরো, ম্যাসাচুসেটস

১৮ জুন: চতুর্থ কোয়ার্টার ফাইনাল, ১সি বনাম ২ডি, সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া

সেমিফাইনাল:

২১ জুন: প্রথম সেমিফাইনাল, ১ম কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম ৩য় কোয়ার্টার ফাইনাল বিজয়ী, হিউস্টন, টেক্সাস

২২ জুন: দ্বিতীয় সেমিফাইনাল, ২য় কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম ৪র্থ কোয়ার্টার ফাইনাল বিজয়ী, শিকাগো, ইলিনয়েস

তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ:

২৫ জুন: প্রথম সেমিফাইনালে বিজিত দল বনাম দ্বিতীয় সেমিফাইনালে বিজিত দল, গ্লেনডেল, অ্যারিজোনা

ফাইনাল:

২৬ জুন: প্রথম সেমিফাইনালে বিজয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি

Exit mobile version