জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়া সৌদি প্রিন্স আব্দুল আজিজ বিন ফাহাদকে গ্রেফতার করা হয়েছে।
আব্দুল আজিজ বিন ফাহাদের চাচাতো ভাই বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সরব ছিলেন সৌদি প্রিন্স আব্দুল আজিজ বিন ফাহাদ।
সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের পুত্র আব্দুল আজিজ বিন ফাহাদ।
গ্রেফতারকৃত প্রিন্সকে বর্তমানে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে বলে রাজ পরিবার সূত্রে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক বার্তা সংস্থা মিডইস্ট মনিটর।
রাজপরিবারের মতামতের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছেলের জীবনশংকা দেখা দিয়েছে, এমন আশঙ্কা করে গ্রেফতারকৃত প্রিন্সের মা তাকে আটকে রাখার অনুরোধ করলে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে সূত্রটি।
আল-আকসা মসজিদ নিয়ে ফিলিস্তিনিদের ওপর ইসরাইল আগ্রাসন শুরু করলে আব্দুল আজিজ বিন ফাহাদ তার তীব্র প্রতিবাদ করে। নিজের টুইটার অ্যাকাউন্টে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানায়।
Leave a Reply