জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রিসোর্টস ওয়ার্ল্ড নামে একটি হোটেলের ক্যাসিনোতে এক মুখোশ পরা বন্দুকধারীর গুলি ও ধরিয়ে দেয়া আগুনে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত আরও অর্ধশত লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হামলাকারীও নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। খবর বিবিসি ও সিএনএনের।
শুক্রবার সকালে ওই বন্দুকধারী প্রথমে হোটেলের টেলিভিশন মনিটর লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে ক্যাসিনোতে ঢুকে এলোপাতাড়ি গুলি করার পর এতে আগুন ধরিয়ে দেয়। এতে সেখানে বেশিরভাগ লোক শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।
পুলিশ কর্মকর্তা টমাস অ্যাপোলিনারিও বলেন, তাদের ধারণা এটা কোনো সন্ত্রাসী হামলা নয়। ক্যসিনোতে লুটপাট করতেই এ হামলা চালিয়ে থাকতে পারে।
Leave a Reply