Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফিলিপাইনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৭

EDITORS NOTE: Graphic content / Rescue workers look at the crash site in Plaridel, Bulacan, north of Manila on March 17, 2018. At least seven people were killed when a small plane crashed into house while trying to take off just outside the Philippine capital, police and aviation officials said. The twin-engined plane crashed into a house just after taking off in Plaridel town, killing all five aboard as well as at least two people others on the ground, said Superintendent Julio Lizardo. / AFP PHOTO / STRINGER

জগন্নাথপুর২৪ ডেস্ক ::ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শনিবার একটি অ্যাপাচি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।

লিট এয়ার এক্সপ্রেসের পাইপার ২৩ অ্যাপাচি উড়োজাহাজটি ম্যানিলার নিকটবর্তী প্লারিদেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।-খবর বিবিসি ও এএফপির। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিধ্বস্ত উড়োজাহাজটির পাঁচ যাত্রী লুজন দ্বীপের লাওয়াংয়ে যাচ্ছিলেন।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বিমানের পাঁচ যাত্রী ও ভূমিতে আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে।

যদিও পুলিশ বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।

উড়োজাহাজটি আবাসিক এলাকার উপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানান ফিলিপাইনের পুলিশের এক মুখপাত্র।

Exit mobile version