জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার কামরুল ইসলাম রাব্বি। বাদ পড়েছেন সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।
শুক্রবার বিসিবি ঘোষিত দলে একমাত্র নতুন মুখ স্পিনার নাঈম হাসান। বাজেপারফরম্যান্সের কারণে অনুমিতভাবে বাদ পড়েছেন সাব্বির-তাসকিন।
বাংলাদেশ-শ্রীলংকা দুই টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ৩১ জানুয়ারি।
বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুমিনুল হক, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও নাঈম হাসান।