Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফাইজারের টিকা অনুমোদন দিয়েছে মার্কিন উপদেষ্টা প্যানেল

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

ফাইজারের কভিড-১৯ টিকার ব্যাপক ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি উপদেষ্টা প্যানেল।

এর ফলে যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রয়োগে কেবল আরেকটি ধাপ বাকি রইলো। দেশটিতে কখন থেকে টিকা দেওয়া শুরু হবে এখন তা নির্ভর করছে কত দ্রুত খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুমোদন করছে।

ডন জানায়, ১৭-৪ ভোটে ফাইজার এবং এর জার্মান পার্টনার বায়োনটেকের টিকাকে বয়স্ক ও ১৬ বছরের বেশি বয়সীদের জন্য নিরাপদ ও কার্যকর বলে ঘোষণা করা হয়। একজন ভোটদানে বিরত ছিলেন।

টিকা গ্রহণকারী দুজনের শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেওয়ার পর এই অনুমোদন দেওয়া হলো।

এর আগে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োনটেকের করোনা টিকার গণপ্রয়োগ শুরু করে।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে প্রায় ২ লাখ ৯৯ হাজার ৭০০ জন।

করেনার বৈশ্বিক দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৭ লাখ ২১ হাজারে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৮৮ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৪ কোটি ৯১ লাখ ৪৯ হাজার।

Exit mobile version