জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: চলতি শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে অনার্সে শিক্ষার্থীদের ভর্তি করানো হবেশনিবার বিশ্ববিদ্যালয় সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তির কাজ শেষে ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
সিনেটের অধিবেশন শেষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-রশিদ জানান, ২০১৬ সালের শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন অনুষ্ঠিত হবে। এছাড়া, র্যাংকিংয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কারের ব্যবস্থা করা হবে।অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮১ কোটি পয়তাল্লিশ লাখ নব্বই হাজার টাকার রাজস্ব ও ১৬৭ কোটি ছিয়ানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকার উন্নয়ন বাজেট পাস হয়।
Leave a Reply