Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রোক্লেমেশন দিতে ব্যর্থ হলে উপদেষ্টার পদ থেকে জনগণের কাতারে নেমে আসুন: হাসনাত আব্দুল্লাহ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন দিতে ব্যর্থ হলে উপদেষ্টার পদ থেকে জনগণের কাতারে নেমে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রোক্লেমেশন দিতে আপনাদের বাধা কোথায়? কারা বাধা দিচ্ছে সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। যদি ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন। আমরা একসঙ্গে মিলে যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি, প্রয়োজন হলে সেভাবে আবার আমাদের প্রোক্লেমেশন আদায় করে নেব।’

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি। আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকারে গিয়েছে। আমরা আপনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি কোনো কারণে মনে করেন প্রোক্লেমেশন দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। আমরা যেভাবে আগস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম ঠিক একইভাবে আবার রাস্তায় নেমে আসব।’

তিনি বলেন, তরুণ প্রজন্মের ভাষা যদি বুঝতে আপনারা ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের মতোই আপনাদের পরিণতি হবে। সুতরাং ফ্যাসিবাদী বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক চিন্তা রয়েছে, সবকিছুর সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে।’

হাসনাত বলেন, ‘রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা বিপ্লবী শক্তি, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই-আমাদের হারানোর কিছুই নেই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কি-না, সেই সিদ্ধান্ত নতুন করে নেয়ার কিছুই নেই। সেটার চূড়ান্ত সিদ্ধান্ত গত ৫ই আগস্ট হয়ে গেছে। সুতরাং যারা আবার নতুন করে আওয়ামী লীগের রাজনীতির পুনর্লিখন করতে যাচ্ছেন, তাদের বলতে চাই-এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি-না সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়।’

এসময় আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

হাসনাত বলেন, ‘আওয়ামী লীগ প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে, সেটা হচ্ছে তাদের (আওয়ামী লীগ) আগে বিচার হতে হবে। সুতরাং যেসব টকশোজীবী, মিডিয়া পাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম লিখবে, আমরা সেই কলম আবার ভেঙে দেব।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, তাদের বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ তাদের চিন্তা প্রসূত করবে, তাদের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে।’
সুত্র মানব জমিন

Exit mobile version