জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::
নিজ বাড়িতে গভীর রাতে প্রেমিক ডেকে এনে ঘনিষ্ঠ হয়েছিলেন ২১ বছরের এক তরুণী। তা দেখে ফেলে বকাবকি করায় তরুণী তার প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের বাবাকে মারধর করে খুন করেছেন।
পুলিশের কাছে এ অভিযোগ করেছেন তরুণীর মা। এর পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে প্রেমিক।
ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে অবস্থিত নয়ডা উপশহরের ২৭ নম্বর সেক্টরের আটাগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিশ্বনাথ সাহু। গত রোববার ভোর ৪টার দিকে ঘুমানোর সময় শব্দ শুনে মেয়ের ঘরে যান তিনি। রুমে গিয়ে মেয়ে পূজা ও তার প্রেমিক ধর্মেন্দ্রকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান।
এ নিয়ে তাদের বকা দেন বিশ্বনাথ। এতে ক্ষিপ্ত হয়ে পূজা ও ধর্মেন্দ্র তাকে মারতে শুরু করেন। একপর্যায়ে প্রেমিক ধর্মেন্দ্র তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে বিশ্বনাথ মাথায় গুরুতর চোট পান।
বিশ্বনাথের স্ত্রী গায়ত্রী বলেন, ২৪ বছরের ধর্মেন্দ্র তার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর পর তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে নয়ডার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দিল্লির হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার রাত আড়াইটা নাগাদ বিশ্বনাথ মারা যান।
মা গায়ত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মেয়ে পূজাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অবহেলাজনিত কারণে বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে পূজার প্রেমিক ধর্মেন্দ্রকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
Leave a Reply