আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: বাকিংহাম প্যালেস ছেড়ে বাইরে থাকতে যাচ্ছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ (৮৯)। প্রসাদের সংস্কারকাজের কারণেই কিছুদিন প্রাসাদের বাইরে অবস্থান করতে হতে পারে তাকে।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, শিগগিরই প্রাসাদটির সংস্কারকাজে হাত দেওয়া হবে। সংস্কারকাজের সুবিধার্থে রানী বেশ কিছুদিন প্রসাদের বাইরে অবস্থান করতে পারেন।
উল্লেখ্য, প্রাসাদটির অনেক কক্ষ ১৯৫২ সালের পর আর অলঙ্করণ বা সংস্কার করা হয়নি। দ্রুত কক্ষগুলোর সংস্কার প্রয়োজন বলে জানানো হয়েছে। এছাড়া প্রাসাদের দেয়াল ও বৈদ্যুতিক লাইনও সংস্কার করা হবে। এ সব সংস্কারকাজে ব্যয় হবে ১৫ কোটি ব্রিটিশ পাউন্ড। রানীর সম্পদ থেকে এ ব্যয় নির্বাহ করা হবে।
Leave a Reply