1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি নিতে নির্দেশ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল চালকের আল্লাহ ও রাসুল (সা:) এর অবমাননাকারীদের ফাঁসির দাবিতে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ কলকলিয়া ইউনিয়নের সাত গ্রামে রমজানের খাদ্য সামগ্রী দিলেন তরুণ সমাজসেবক প্রবাসী মজনু আলী ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম সাবেক ইউএনও ও পাউবো কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আ.লীগ-জাপা বাদে সব দল আমন্ত্রিত গণঅভ্যুত্থানে আহতদের গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ নিরপরাধ মানুষ হত্যার কঠিন শাস্তি রানীগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যাগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ফুডপ্যাক বিতরণ জগন্নাথপুরে বাজার নিয়ন্ত্রণে মাইকিং

প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি নিতে নির্দেশ

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার -সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতিতেস্বাস্থ্যবিধি বাস্তবায়ন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। এতে বিদ্যালয় পুনরায় খোলার আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি নেয়া প্রয়োজন। এ অবস্থায় করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় খোলার নির্দেশিকা স্কুল পর্যায়ে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
একইসাথে প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ, তৈরি করা পোস্টার, লিফলেট অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে বলা হয়েছে। এরইমধ্যে এ ব্যাপারে একটি খসড়াসহ উপস্থাপন করতে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় খোলার আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য নিরাপত্তামূলক ৫০টির বেশি নির্দেশনা জারি করবে। এসব নির্দেশনা মেনে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে বলে সূত্র জানায়।
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদ রেখে বিদ্যালয়ে পাঠদান পরিচালনায় করণীয় বিষয়ক নির্দেশনা তৈরি হয়েছে। বিদ্যালয় খোলার আগে ও চলাকালীন করণীয় বিষয়ক বিভিন্ন নির্দেশনাও দেয়া হয়েছে। এরইমধ্যে আলাদাভাবে ৩টি ক্যাটাগরিতে ৫০টির বেশি নির্দেশনা দেয়া হবে। এসব ক্যাটাগরির আওতায় প্রতিদিন কীভাবে ক্লাস পরিচালনা হবে তা দিকনির্দেশনা নির্ধারণ করা হবে। এছাড়া করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সুরক্ষা নিশ্চিত করার নির্দেশনা তৈরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com