Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রশাসনের কঠোরতায় ঘরে ছিল হাওরবাসী

স্টাফ রিপোর্টার
হাওরাঞ্চলে আজ প্রশাসন ছিল কঠোর। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার চালবন, পলাশ, শক্তিয়ারখলা, তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ের বালিজুরী বাজার, আনোয়ারপুর সড়ক, তাহিরপুর উপজেলা সদর ও বাদাঘাট বাজারেও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিয়েছেন। রাস্তায় যানবাহন পেলে কাগজপত্র তল্লাশী করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা হয়েছে। এসব কারণে উপজেলা সদরসহ হাওরাঞ্চলের রাস্তাঘাট ছিল জনশুণ্য। রাস্তায় যানবাহন ছিলনা। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রতিদিনের মতো আজো নিজের গাড়িতে মাইক লাগিয়ে হাওরপাড়ের রাস্তায় রাস্তায় জনগণকে উদ্বুদ্ধ করতে ঘুরে বেড়িয়েছেন। এবং দরিদ্র মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আজ প্রশাসন কঠোর ছিল। জনগণও এখন সচেতন হয়েছে। আশা করি আমরা সবাই নিরাপদ থাকতে প্রশাসনের নির্দেশনা মেনে ঘরে থাকব।
# #

০২.০৪.২০২০

Exit mobile version