স্পোর্টস ডেস্ক – জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে প্রভাষক জাহাঙ্গীর চৌধুরী গোল্ডকাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রভাষক জাহাঙ্গীর চৌধুরী গোল্ডকাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঐতিহ্যবাহী বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব বনাম তারকাবহুল দল আশিঘর টাইগার্স ক্রিকেট ক্লাব।
হাই ভোল্টেজ এই ম্যাচে বাসুদেব বাড়ি আইডিয়াল কে ২০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আশিঘর টাইগার্স ক্রিকেট ক্লাব।
খেলা শেষে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তফজ্জুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রভাষক জাহাঙ্গীর চৌধুরী গোল্ডকাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম স্পনসর সাবেক ক্রিকেটার, বিশিষ্ট অভিনয় শিল্পী রুমেন রহমান, পৌর প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিলর আলাল হোসেন, কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ প্রমুখ
খেলায় ম্যান অব দ্যা ফাইনাল, টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আশিঘর টাইগার্স ক্রিকেট ক্লাবের দলীয় অধিনায়ক আবু হেনা রনি। সেরা বোলার নির্বাচিত হন বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবের খেলোয়াড় নাসিম আহমেদ।
Leave a Reply