স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের প্রবীণ মুরুব্বি সমাজসেবী হাজী বাবরু মিয়া (৯০) বৃহস্পতিবার বিকাল ৩ টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…..রাজেউন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৬ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য মরহুম বাবরু মিয়া দৈনিক সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সিলেট প্রেসক্লাব সদস্য জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্ঠা এনামূল হক রেনুর শ্বশুর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। সিলেট শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধান ছিলেন। বুধবার তাকে সিলেট হাসপাতাল থেকে প্রভাকরপুর অানা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক আলী আহমদ,সাংবাদিক গোবিন্দ দে, আজহারুল হক ভূঁইয়া শিশু,আজিজুর রহমান সুহেল হাসান, পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম,উপজেলা যুবলীগ নেতা এম ফজরুল ইসলাম, গভীর শোক প্রকাশ করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।