সুনামগঞ্জ প্রতিনিধি-সুনামগঞ্জের ছেলে আশিষ চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। তার একমাত্র মেয়ে সারগাম চৌধুরী সেখানে পৃথিবীর একজন অন্যতম সেরা শিক্ষার্থী হিসাবে সম্মানীত হয়ে সুনামগঞ্জবাসী তথা সারা বাংলাদেশের মুখ উজ্বল করলো। সারগাম পৃথিবীর ৬০টি ও বেশী দেশের ৩৩ (তেত্রিশ) হাজার ছাত্রছাত্রীর মধ্য থেকে বিশেষ টেষ্টের মধ্য দিয়ে সবাইকে টপকে সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ূথ সম্মাননা খেতাব পাবার গৌরব অর্জন করেছে।গত ১৬ই মে কলম্বিয়া ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্টানে সারগাম চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।সেকেন্ডে থেকে এইটথ গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডে অসাধারন ও ব্যতিক্রমধর্মী ফলাফল করায় বিশ্ব বিখ্যাত ম্যারিল্যান্ডের হপকিন্স ইউনির্ভসিটির সেন্টার ফর ট্যালন্টেড ইয়ূথ তাদের ট্যালেন্ট সার্চ কর্মসূচীর আওতায় সারগামকে এই সম্মাননা জানায়। সারগাম চৌধুরী লং আয়েরল্যান্ড এর ডিক্স হীলের মিডল স্কুলের ছাত্রী। অসাধারন ফলাফল করা ছাত্রছাত্রীদেরে এই সামারে যুক্তরাষ্ট্র সহ হংকং ও চীনে সম্মাননা জানানো হবে।
যুক্তরাষ্ট্রস্থ লং আয়েরল্যান্ড এর ডিক্স হীলের বাসিন্দা অত্যন্ত মেধাবী ছাত্রী সায়গাম চৌধুরী মা সুপ্রিয়া চৌধুরী ও একজন উচু মানের সংগীত শিল্পী। সারগাম চৌধুরী পড়াশুনায় অসম্ভ মেধাবীতো বটেই তার পাশাপাশি সে রবীন্দ্র সঙ্গীতের ও গুণী শিল্পী। সে বর্তমানে শাস্ত্রীর সঙ্গীতে তালিম নিচ্ছে। পাশাপাশি স্কুলে মিউজিক ক্লাশে পিয়ানো ও শিখছে
Leave a Reply