জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয় (রেমিটেন্স) প্রথমবারের মতো দেড় হাজার কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। সদ্যসমাপ্ত ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৫৩০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এর আগে এক অর্থবছরে এই অংকের রেমিটেন্স আর আসেনি।বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসীআয় ছিল ১ হাজার ৪২৩ কোটি ডলার। সে হিসেবে গেল অর্থবছরে ১০৭ কোটি ডলার বেশি এসেছে। শতকরা হিসাবে যা আগের অর্থবছরের তুলনায় ৭ দশমিক ৫৩ শতাংশ বেশি। প্রসঙ্গত, ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসীআয় ২০১২-১৩ অর্থবছরের প্রবাসীআয়ের তুলনায় ২ শতাংশ কম ছিল।