বিশেষ প্রতিনিধি :: প্রবাসী অধ্যূষিত উপজেলা জগন্নাথপুরে শেষ মুহূর্তে টাকা ছড়ানোর আশংকা করছেন প্রার্থীরা। বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সাথে মতবিনিময় সভায় এমন আশঙ্কার কথা জানানো হয়। এছাড়াও মঙ্গলবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকেও এমন আশংকা ব্যক্ত করেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকে অভিযোগ করা হয়েছে এখন নতুন কায়দায় টাকা ছড়ানো হচ্ছে। ভোট দেবার পর কার্ড ফেরৎ দেবার শর্তে আইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র) হাতে নিয়ে ভোটারকে টাকা দেওয়া হচ্ছে। আগামী ২৮ মে এই উপজেলার নির্বাচন।
জগন্নাথপুরের ৭ ইউনিয়নে ৩৭ চেয়ারম্যান প্রার্থীর ১৮ জনেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী। এর মধ্যে ১১ জনেই মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছেন। শেষ মুহূর্তে এই উপজেলার সকল ইউনিয়নেই টাকার ছড়াছড়ি হতে পারে বলে চেয়ারম্যান প্রার্থীরা আশংকা ব্যক্ত করেছেন।
উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আপ্তাব উদ্দিন বলেন,‘আমার ইউনিয়নে প্রবাসী প্রার্থী ৪ জন, টাকার ছড়াছড়িতে বেকায়দায় পড়েছি আমরা, শেষ মুহূর্তে আরো বেশি টাকার ছড়াছড়ি হতে পারে, এই অবস্থায় শেষ মুহূর্তে প্রশাসনের নজরদারি প্রয়োজন’।
কলকলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপক কান্তি দে বলেন,‘এর আগের ইউপি নির্বাচনগুলোয়ও আগের দিন লাখ লাখ টাকা ছড়ানো হয়েছে, এবারও আমার প্রতিদ্বন্দ্বি প্রবাসী প্রার্থীরা টাকা ছড়িয়ে ভোট আদায়ের চেষ্টা করবেন, প্রশাসন নজরদারি না বাড়ালে এবারও এটি হতে পারে এবং আইন শৃঙ্খলার অবনতি হতে পারে’।
জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন,‘মঙ্গলবার উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জগন্নাথপুরে শেষ মুহূর্তে টাকা ছড়ানোর আশংকা করা হয়েছে। চিলাউড়ার ২ টি কেন্দ্র, আশারকান্দির ১ টি কেন্দ্র ও কলকলিয়ার হাওরাঞ্চলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান। কলকলিয়ার হাওরাঞ্চলে নৌ-টহল জোরদার রাখার কথাও বলেছেন তিনি’।
এছাড়া, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক বলেছেন,‘এখন টাকা দেবার নয়া কৌশল চালু হয়েছে, আইডি কার্ড হাতে নিয়ে ভোট দেবার শর্তে টাকা দেওয়া হচ্ছে’।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘টাকা ছড়ানোর সুনির্দিষ্ট কোন অভিযোগ হয়নি। সবাই শুনা যাচ্ছে বলেছেন। এরপরও আমরা বিষয়টিকে গুরুত্ব দেব’।