জগন্নাথপুর টোয়েন্টিফোর ডেস্ক-সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীরা বিদেশে থেকে বর্তমান সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাদের পাঠানো রেমিটেন্সে দেশ এগিয়ে যাচ্ছে। সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এযকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসে পৌঁছুলে তাঁদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ, ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি মোবারক আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সদস্য শাহ শিপন কোরেশী, আওয়ামী লীগ নেতা লালা মিয়াসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।