সিলেট সংবাদদাতা:: প্রবাসীরা দেশ ও মাটিকে ভালবাসেন, তাই তারা প্রবাসে থেকেও দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। তাছাড়া আমাদের দেশের রাজস্বখাতের একটি বড় অংশ আসছে প্রবাস থেকে। এজন্য প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে।
বৃহষ্পতিবার রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তে দৈনিক সিলেট ডটকম কর্তৃক বিশিষ্ট কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য ভিত্তিক বাংলা বয়েজ পত্রিকার পরিচালক আবু হায়দার চৌধুরীকে দেয়া সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাব’র আজীবন সদস্য দেওয়ান তৌফিক মজিদ লায়েক এসব কথা বলেন।
দৈনিক সিলেট ডটকম’র সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাব’র সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট অনলাইন প্রেসক্লাব’র সহ-সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও চলচিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেটের পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ।
সভাপতির বক্তব্যে কবি মুহিত চৌধুরী বলেন, প্রবাসে অবস্থানরত বাঙ্গালীরা সেখানে দেশের কৃষ্টি-কালচারকে বিদেশের মাঠিতে পরিচিয় করিয়ে দিতে অক্লান্তভাবে কাজ করেন। তাই তাদেরকে সম্মানিত করা মানে নিজেদেরকে সম্মানিত করা। এজন্য প্রবাসীদের মূল্যায়ন করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসকাব’র সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, কোষাধক্ষ্য মেহেদী কাবুল, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল মুহিত দিদার, মিছবাহ মঞ্জুর, সংগীত শিল্পী সোলাইমান আল মাহমুদ, সাংবাদিক মাজহারুল ইসলাম সাদি, আতিকুর রহমান ছামি, উদয় জুয়েল, তানভীর আহমদ তালুকদার, ইমরান আহমদ, সান-সাইন ফিল্মস এ্যন্ড প্রোডাকশনের তরুণ নির্মাতা মাইম সৈকত, সালমান বিন আকরাম চৌধুরী, কামরুল হক চৌধুরী, জয়নাল আহমদ হৃদয়, হানিফ সরকার, সুজন আহমদ, শরীফ আহমদ প্রমূখ।
Leave a Reply