আমিনুল হক ওয়েছ; :: প্রতিটি প্রবাসী দেশের জন্যে বিদেশের মাটিতে একেকজন দূত হিসেবে কাজ করনে, প্রবাসীরাই বিদেশীদের কাছে আমাদের ভাষা সংস্কৃতিকে তুলে ধরছেনে। বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন। বৃহস্পতিবার বিকেলে ইষ্টলন্ডনের বিশ্ববাংলািনউজ টুয়েন্টিফোর ডটকম অফিসে ‘‘ বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম’’ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন্তব্য করেন। সাংবাদিক ফরিদা ইয়াসমিন লন্ডনের বাংলামিডিয়ার প্রশংসা করে বলেন আজ থেকে এক’শ বছর আগে এখান থেকে বাংলা সংবাদ পত্রের যাত্রা শুরু হয়েছিল, এধারা এখনও অব্যাহত রয়েছে। এটি আমাদের জন্যে আনন্দের। বৃটেনে বাংলাভাষা ও সংস্কৃতির বিকাশে তিনি বাংলামিডিয়ার সাংবাদিকদের প্রশংসা করে বলেন আপনার আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরছেন। বিশ্ববাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় ও বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার প্রেস সাংবাদিক নাদিম কাদির, টাওয়ার হ্যামলেটস কাউনিসলের স্পীকার কাউন্সিলার খালিছ উদ্দিন আহমদ, সাংবাদিক গবেষক আনসার আহমদ উল্লাহ, জনমতের নিউজ এডিটর মোসলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন লন্ডন শাখার যুগ্নআহবায়ক বাতিরুল হক সরদার । অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমান, জামাল আহমদ খান, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, আনহার মিয়া, সায়েদুল হক, শেখ সামসুল ইসলাম, আব্দুল হাকিম প্রমুখ। অতিথিকে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষথেকে ফুল দিয়ে
Leave a Reply