সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশী কমিউনিটিকে দেশে বিনিয়োগ করার আহবান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সকল প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশে বিনিয়োগ করলে সরকার সব ধরনের সহযোগিতা করবে। প্রবাসীদের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে সরকার বাংলাদেশী কারিকুলামে শিক্ষা প্রসারে প্রবাসীদের সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর অর্থায়নে প্রবাসে স্কুল প্রতিষ্ঠা করেছে। এছাড়াও প্রবাসীদের কল্যাণে আরো অনেকগুলো উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে। মন্ত্রী গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে বাংলাদেশ সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বাংলাদেশী কর্মী ও ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং রেমিটেন্সে ২ ভাগ প্রণোদনা প্রদানের জন্য সরকারকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: আবু জাফর, এনআরবি(সিআইপি) এসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির, কাউন্সিলর(শ্রম) ফাতেমা জাহান প্রমুখ।
Leave a Reply