জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আসন্ন রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার সকালে শেখ হাসিনাকে টেলিফোন করেন নরেন্দ্র মোদি।
ছয়দিনের ব্যক্তিগত সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে আজ সকালে শেখ হাসিনা মোদির টেলিফোন পান বলে তার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন। শামীম চৌধুরী জানান, নরেন্দ্র মোদি ফোন করে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। শেখ হাসিনাও ভারতের মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার প্রথম রোযা হওয়ার কথা রয়েছে।
Leave a Reply