আজিজুর রহমান আজিজ:: আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রোববার বিকেলে স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ,মতিউর রহমান,আফিস উদ্দিন,মিজানুর রহমান,শুকর আলী,সালেক মিয়া,যুবলীগ নেতা কামাল উদ্দিন, আবুল হোসেন লালন,মাহবুবুর রহমান,সাইফুল ইসলাম রিপন,নজরুল ইসলাম, এম ফজরুল ইসলাম,সফিক মিয়া,এমদাদ আহমদ,ফারুক মিয়া, মাছুম আহমদ,সুজিত দেব, নিজামুল করিম, মমরাজ হোসেন,আব্দুল আহাদ,ইব্রাহিম আলী, ফারুক কামাল,সৈয়দ জিতু,রাসেল আহমদ, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম,জাকির হোসেন,সজীব রায় দুর্জয়, সায়েক খান,আকমল হোসেন,এডঃ জুয়েল মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেন, শেখ হাসিনা হচ্ছেন বিশ্বের অন্যতম বিচক্ষন দূরদর্শী রাজনৈতিক নেতা। তাঁর নের্তৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি সার্ক অঞ্চলের অগ্রগতি ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জঙ্গি মৌলবাদীদের বিরুদ্ধে অগ্রনী ভূমিকা রাখছেন। তিনি শেখ হাসিনার হাতে দেশের শাসনভার অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ আরো বলেন, শেখ হাসিনা দেশে না এলে দেশের গনতন্ত্র সুসংগঠিত হতো না। তাঁর নের্তৃত্বে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
Leave a Reply