স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগ পরিবারের সর্বস্তরের নেতাকর্মী ও পৌরবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেন, আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনীত করলে জগন্নাথপুর পৌরসভার নাগরিকরা আমাকে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত করায় আমি আমার প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জগন্নাথপুর পৌরসভার নাগরিকদের জীবনযাত্রার মান্নোনয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।