জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ জানুয়ারি সিলেট সফরে আসছেন। ওইদিন তিনি মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগদানের পাশাপাশি সিলেটে একটি জনসভায় বক্তব্য রাখারও সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সিলেট সফরে আসার ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন- আগামী ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী সিলেট সফরে আসছেন। সিলেট সফরে এসে তিনি ওইদিন মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সিলেট সফরে একটি জনসভা আয়োজনেরও সম্ভাবনা রয়েছে বলে জানান কামরান।
Leave a Reply