জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ক্ষতিগ্রস্ত হাওরের মানুষের পাশে দাঁড়াতে আগামী ৩০ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন সফল ও সার্থক করতে প্রস্তুতি সভা করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার রাত ১০ টায় শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিলেট বিভাগের
দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, আমির হোসেন রেজা, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, যুবলীগ নেতা অ্যাড. নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক।
সভার শেষ দিকে সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের নেতৃত্বে বেশ কয়েকটি মোটরসাইকেলে যুবলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের তরুণ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
Leave a Reply