কামরুল ইসলাম মাহি, জগন্নাথপুর:: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দীর্ঘ প্রতীক্ষার পর দেখা পেলেন জগন্নাথপুরের মজনু আলী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের নজির আলী প্রথম পুত্র। দীর্ঘ দিন থেকে তিনি ইতালির আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সম্প্রতি প্রধানমন্ত্রী ইতালিতে রাষ্ট্রীয় সফরে গেলে এই দেখা হয়।
মজনু আলী ইতালি (সিসিলি) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রবাসে থেকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত পেয়ে তিনি উচ্ছ্বাসিত জানিয়ে বলেন, ‘আমার নেত্রীর সাথে দীর্ঘদিন পরে দেখা পেয়ে আমি আনন্দিত। আমার বিশ্বাস আমার নেত্রীকে বাংলার জনগণ আবারও ক্ষমতায় নিয়ে আসবেন।’
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে সহযোগিতা করায় ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল’র প্রতি কৃতজ্ঞতা জানান।