সিলেট প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী শুক্রবার সিলেট আসছেন। শুক্রবার দুপুর ২টার দিকে বিমানের অভ্যন্তরীন ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের কবর জিয়ারত করবেন।
পরে বিকেল ৪টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। শুক্রবার রাতেই তিনি সিলেট ত্যাগ করবেন।