Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রথম আলোর দেশ সেরা প্রতিনিধি খলিল রহমান

স্টাফ রিপোর্টার::
১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলোর দেশ সেরা প্রতিনিধির পুরষ্কার পেয়েছেন সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান। সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ আবারও সেরা আলোকচিত্রীর পুরষ্কার পেয়েছেন। শনিবার সকালে প্রথম আলোর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমানের কাছ থেকে দুজন পুরষ্কার গ্রহণ করেন। এ সময় প্রথম আলো সম্পাদক
মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ মিডিয়া স্টার লিমিটেডের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক খলিল রহমান ২০০৬ সাল থেকে প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিনিধিত্বে ২০১২ সালের দিকে সুনামগঞ্জে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় স্থাপিত হয়েছে। গত এক বছরের কর্মতৎপরতার মধ্যে হাওরে ফসলহানির প্রতিবেদনগুলো বিবেচনায় এনে প্রথম আলো কর্তৃপক্ষ খলিলকে সেরা প্রতিনিধির পুরষ্কার দেন।


আনিস মাহমুদ ২০১০ সাল থেকে প্রথম আলোর সিলেটের আলোকচিত্রীর দায়িত্ব পালন করছেন। ২০১২ সালে ও ২০১৫ সালে তিনি সেরা আলোকচিত্রীর পুরষ্কার পান। এবার তিনি তৃতীয়বারের মতো সেরা আলোকচিত্রী নির্বাচিত হলেন। আনিসের ছবির বিষয়বস্তু সিলেটের প্রকৃতি। রাতারগুল, বিছনাকান্দিসহ সিলেটের বন্য ও প্রাণীবৈচিত্র্যের আলোকচিত্র আনিসের মাধ্যমে বিকশিত হয়েছে। হাওরের ফসলডুবি পরবর্তী অবস্থা আনিসের ক্যামেরায় মূর্ত হয়ে উঠেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে চেম্বার পরিচালকদের ফুলেল শুভেচ্ছা
প্রথম আলো প্রকাশের ১৯ বছর পূর্তিতে গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ছয়টায় নগরের বারুতখানা এলাকায় প্রথম আলো সিলেটের আঞ্চলিক কার্যালয়ে উপস্থিত হয়ে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকেরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিদের।
চেম্বারের প্রতিনিধি দলে ছিলেন পরিচালক মো. হিজকিল গুলজার, জিয়াউল হক জিয়া, মাসুদ আহমদ চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী ও আব্দুর রহমান। এ সময় চেম্বারের পরিচালকেরা প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

এদিকে সুনামগঞ্জের সর্বজন গ্রহনযোগ্য মিডিয়া ব্যক্তিত্ব প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদকেও অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দনজ্ঞাপনকারীরা হলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহ-সভাপতি তাজউদ্দিন অাহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,সদস্য আলী আহমদ,অরূপ সরকার, গোবিন্দ দে,আজহারুল হক ভূঁইয়া শিশু প্রমুখ

Exit mobile version