Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রত্যাহার নেই, ভোটের লড়াইয়ে তাঁরা সবাই

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার কোনো প্রার্থী করেনি।
আজ মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ওই দিন মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা কেউ তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। ফলে ভোটের মাঠে লড়বেন তাঁরা সবাই।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, আগামি ১৬ জানুয়ারি প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেলক্ষ্যে গত ২০ ডিসেম্বর উপজেলা সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মেয়র পদে ৫জন প্রার্থী, ৩৯ কাউন্সির এবং ৯জন নারী কাউন্সির প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।২২ ডিসেম্বর যাছাই বাছাই সম্পন্ন হয়। যাছাই বাছাইকালে ১ জন মেয়র প্রার্থী ও ৪ জন  কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বিভিন্ন ক্রটি ও মামলা জনিত কারণে বাতিল করা হয়। তবে আপিলে তাদের মনোনয়ন বৈধতা পেয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেখা হবে।
Exit mobile version