স্টাফ রিপোর্টার::
স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জের জগন্নাথপুরে শনিবার আসছেন। ওইদিন সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি অফিস আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করবেন। এরপর তিনি সুনামগঞ্জের উদ্যেশে যাত্রা করবেন।
রোববার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, সাড়ে ১২টায় বেতাউকা, গাদিয়ালা গ্রামে বিদ্যুত সংযোগের উদ্বোধন, বিকাল ৪টায় গোপরাপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এসব তথ্য জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম নিশ্চিত করেছেন।
Leave a Reply