স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জের জগন্নাথপুরে শনিবার আসছেন।
সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বেলা ১১টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে টিউবওয়েল ও স্যানিটেশন সামগ্রী বিতরণ এবং প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের চেক বিতরণ, দুপুর ১২টায় ইসলামী ফাউন্ডেশন ও ইমাম মোয়াজ্জিন পরিষদের সাথে শুভেচ্ছা বিনিময়, দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মীসভায় যোগদান করবেন। এরপর তিনি ওবিকাল ৪টায় চিলাউড়া (পুঞ্জি) গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন । পরে তিনি দক্ষিন সুনামগঞ্জের নিজ গ্রামের বাড়ী ডুংঙ্গিয়ার উদ্যেশ্যে জগন্নাথপুর ত্যাগ করবেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।