জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কুমিল্লায় মহিমা আক্তার (১১) নামের শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার সদর উপজেলার চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ গুম করার সময় স্থানীয়রা ঘাতক ইউছুফকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার দুপুরে কুমেক হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। নিহত মহিমা আক্তার সদর উপজেলার ডুমুরিয়া চাঁনপুর এলাকার মহিউদ্দিনের মেয়ে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার দয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ধর্ষক ও হত্যায় অভিযুক্ত মো. ইউছুফ (২৪) দীর্ঘদিন যাবৎ চাঁনপুর এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার রাতে সে মহিমাকে ধর্ষণ করার পর হত্যা করে। মহিমার স্বজনরা তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘাতক ইউছুফ নগরীর পুরাতন গোমতী নদীতে মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে সে মহিমাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সালাহউদ্দিন জানান, ঘাতক ইউসুফকে স্থানীয়রা গণপিটুনি দেয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, ওই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের নানা দুলাল মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।