সুনামগঞ্জ প্রতিনিধি-কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশের প্রগতিশীল ধারার সাহিত্যচর্চার পথিকৃত সংগঠন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামস শামীম।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে শহিদ মুক্তিযোদ্ধা জগতজ্যোতি পাবলিক লাইব্রেরিতে প্রগতি লেখক সংঘের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সম্মেলন শেষে জাতীয় কবি কাজি নজরুল ইসলামকে প্রয়াণ দিবসে স্মরণ করা হয়।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাধব রায় ও সিলেট জেলা প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী।
কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন চিত্ত রঞ্জন তালুকদার, ইকবাল কাগজী, এডভোকেট এনাম আহমেদ, সহকারি অধ্যাপক এনামুল কবির, অনুপ নারায়ন তালুকদার, রাকু রাজ চৌধুরী, শাহজালাল সুমন, আসাদ মনি প্রমুখ।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন, সহসভাপতি এনাম আহমেদ, জাহাঙ্গীর আলম। সহ সাধারণ সম্পাদক অনুপ তালুকদার, কোষাধ্যক্ষ মানবেন্দ্র কর, সম্পাদক মণ্ডলীর সদস্য নাসরিন আক্তার, রাখুরাজ চৌধুরী, সাইদুর রহমান আসাদ। সদস্যবৃন্দ হলেন, রমেন্দ্র কুমার দে মিন্টু, চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, বিজন সেনরায়, এনামুল কবির, শাহজালাল সুমন, দুর্যোধন দাস ও শিপন পাল।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সর্বমানুষের মুক্তির লক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে সাহিত্য চর্চার প্রত্যয় ব্যক্ত করেন।