জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
এলাকাবাসী খায় না এমন মাছ রান্না করে রেস্তোরাঁয় পরিবেশন করার কারণে এক নারীকে প্রকাশ্যে ধর্ষণ করা হয়েছে। তাকে চাবুক মারা হয়েছে। এরপর শিরñেদ করা হয়েছে। আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করেছে উৎসাহী মানুষ। এ ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ কঙ্গোতে। গত ৮ই এপ্রিলের এ ঘটনা বিলম্বে সামনে এসেছে। ওই নারীকে ধর্ষণ, প্রহার ও শিরñেদের একটি ভিডিও সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। মানবাধিকার কর্মীরা নিন্দা প্রকাশ করছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, স্থানীয় বিদ্রোহী একটি গ্রুপের কিছু সদস্য ওই সময়ে নির্যাতনের শিকার ওই নারীর মালিকানাধীন রেস্তোরাঁয় খেতে যায়। এ সময় স্থানীয়ভাবে খায় না এমন মাছ সিমের সঙ্গে রান্না করে তাদের পরিবেশন করেন ওই নারী। এতে বিদ্রোহীরা মনে করে তাদের নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে। তাই তারা তার ওপর নরপিশাচের মতো হামলে পড়ে। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ওই ভিডিতে দেখা যায়, কঙ্গোর লুবো স্কয়ারে ওই নারীকে নগ্ন করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর পুরো সময় তাকে গাছের ডাল দিয়ে প্রহার করছে গোলাপী টি-শার্ট পরা অন্য এক নারী। সেও বিদ্রোহী দলের সদস্য। এরপর ওই নারীকে তার সৎপুত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয়। এ সময় তার চুল টেনে ধরে রাখতে দেখা যায় এক বিদ্রোহীকে। সে বলতে থাকে, রাষ্ট্রদ্রোহ করার কারণে তাকে মরতেই হবে। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ওই নারী ও তার সৎপুত্রকে। তারা তাদের শিরñেদ করে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিহতদের রক্ত পান করেছে বিদ্রোহীরা।
Leave a Reply