স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রাথী মোঃ তৈয়ব মিয়া কামালী গত ২১ মার্চ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত একটি সংবাদের ভিন্নমত পোষন করে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন। ২২মার্চ পাঠানো লিখিত পত্রে তিনি উল্লেখ করেন, ২১ মার্চের জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ একটি নিউজ আমার দৃষ্টিগোচর হয়। উক্ত নিউজে আমার এবং আমার পরিবার সম্পকিত যাবতীয় তথ্যাদি সম্পূন মিথ্যা বানোয়াট এবং উদ্যেশে প্রনোদিত। ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান প্রাথীর সন্মান এবং জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে একটি মহল এ ধরনের খবর প্রকাশ করার হীন অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। তাই আমি এই খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ এ ধরনের কর্মকান্ডে আমি এবং আমার পরিবার কারও কোন সংশ্লিষ্টতা নাই। কাজেই ভবিষ্যতে এ ধরনের খবর প্রকাশের আগে কারও সম্পকে ভালেভাবে জেনে তার তথ্য প্রকাশ করা এবং এধরনের বিভ্রান্তি মূলক অপপ্রচার না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রতিবেদকের বক্তব্য- জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত খবরটি ছিল, ইউনিয়ণ নির্বাচনে প্রাথীদের নিয়ে একটি প্রতিবেদন। জগন্নাথপুরের ইউনিয়ন নির্বাচনে অংশ নিতে মাঠে নেমেছেন বসন্তের কোকিলরা শিরোনামে এই সংবাদে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন প্রসঙ্গে চেয়ারম্যান পদপ্রাথী তৈয়ব মিয়া কামালী বিষয়ে উল্লেখ করা হয়,অভিযোগ শোনা যাচ্ছে যুক্তরাজ্যে মাদক ব্যবসার সাথে জড়িত ওই প্রবাসী শুধু মাত্র অর্থবৃত্তের ক্ষমতায় আওয়ামীলীগের প্রাথী হিসেবে নৌকা নিয়ে নির্বাচন করতে চান। জীবনে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সাথে জড়িত না থাকলেও গোপনে প্রকাশ্যে আওয়ামীলীগের অনেক নেতা তাকে সহায়তা করছেন। অভিযোগের প্রেক্ষিতে কথাগুলো উল্লেখ করা হয়েছিল। আর চেয়ারম্যান প্রাথীর পরিবার সর্ম্পকে সংবাদে কিছু উল্লেখ করা হয়নি। ব্যক্তিগতভাবে প্রতিবেদণে আমরা কাউকে হেয় করিনি।
Leave a Reply